মিসরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২০

মিসরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২০
মিসরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার (১৩ এপ্রিল) দেশটির আসিউত শহরে এ দুর্ঘটনা ঘটে।

আসিউতের গভর্নর এসাম সাদ এক বিবৃতিতে জানিয়েছেন, বাসটি কায়রো থেকে রওয়ানা দিয়েছিল। পথিমধ্যে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে মহাসড়কের ওপর হঠাৎ উল্টে যায় সেটি। এসময় দ্রুতগতির ট্রাকটি বাসে ধাক্কা দেয়। সংঘর্ষে বাস-ট্রাক দুটোতেই আগুন ধরে যায়।

গভর্নরের কার্যালয় থেকে প্রকাশিত ছবিতে দেখা গেছে, পুড়ে যাওয়া বাসের মধ্যে হতাহতদের খুঁজছেন উদ্ধারকারীরা।

আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে ৩৬টি বাস অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে বলে জানিয়েছে মিসরীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

মিসরে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় হাজার হাজার মানুষ মারা যান। দেশটিতে সড়কের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত দুর্বল হওয়া নিয়ে সমালোচনা হয় প্রচুর।

গত মার্চেই দেশটির গিজা এলাকায় ট্রাক-মিনিবাস সংঘর্ষে অন্তত ১৮ জন প্রাণ হারিয়েছিলেন। ওই মাসেই তাহতা এলাকার কাছে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ২০ জন নিহত এবং ২০০ জন আহত হন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না