ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির বিএমআরই প্রকল্পে ২৮ কোটি ৮৫ লাখ ৮২ হাজার ৮৬৮ টাকা ব্যবহারের মেয়াদ ২ বছর বাড়ানো হয়েছে। ২০২২ সালের ৩১ ডিসেম্বর পরযন্ত বাড়ানো হয়েছে।
ডাটা সেন্টারের জন্য ৩ কোটি ২৬ লাখ ৩২ হাজার ৮১৩ কোটি টাকা ব্যবহারের সময় এক বছর অর্থাৎ আগামী ৩০ সেপ্টেম্বর পরযন্ত বাড়ানো হয়েছে। ডাটা সেন্টারের ঠিকানা পরিবর্তন করা হয়েছে।
এছাড়া কোম্পানিটির ১ কোটি ৩৮ লাখ ৬০ হাজার ৩১ টাকা সিটি ব্যাংকের ঋণ পরিশোধের জন্য রাখা হয়েছে। যত দ্রুত সম্ভব কোম্পানিটি ঋণ পরিশোধ করবে।