সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল নিহত

সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল নিহত
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে মধু সংগ্রহ করতে গিয়ে হাবিবুর রহমান (২৭) নামের এক মৌয়াল বাঘের আক্রমণে নিহত হয়েছেন।

বুধবার (১৪ এপ্রিল) সকালে হোগলডাঙা এলাকায় মধু সংগ্রহকালে তিনি বাঘের কবলে পড়েন। বেলা সাড়ে ১২টার দিকে স্থানীয়রা বনবিভাগের সহায়তা নিয়ে সুন্দরবনের মধ্যে প্রবেশ করে অর্ধ খাওয়া মৃতদেহ নিয়ে এলাকায় ফিরে আসে।

রমজান নগর ইউপি সদস্য আনারুল ইসলাম জানান, কৈখালী স্টেশন থেকে পাশ নিয়ে এপ্রিলের শুরুতে সহযোগীদের নিয়ে উপজেলার মীরগাহ্ গ্রামের হাবিবুর রহমান সুন্দরবনে প্রবেশ করেন। গতকাল সকালে আকস্মিকভাবে বাঘ তার ওপর হামলে পড়ে এবং মৃতদেহ নিয়ে বনের গভীরে চলে যায়। এক পর্যায়ে সহযোগী মৌয়ালদের মাধ্যমে হাবিবুরকে বাঘে নিয়ে যাওয়ার খবরে স্থানীয়রা সুন্দরবনে ঢুকে তার মৃতদেহ উদ্ধার করে।

এদিকে ওইদিন সকালে সুন্দরবনের কাছিকাটা পারাদুনি এলাকায় মধু সংগ্রহ করার সময় সোরা গ্রামের রবিউল ইসলাম বাঘের হামলায় আহত হন। বাঘ রবিউলের ঘাঁড়সহ মাথায় দাঁত বসিয়ে দিয়েছে। এছাড়া পিঠ ও হাতে নখের আঁচড় দিয়ে মারাত্মকভাবে ক্ষতের সৃষ্টি করেছে। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম এ হাসান জানান, হতাহতরা যদি বৈধ পাশ নিয়ে বনে প্রবেশ করে তাহলে তাদেরকে ক্ষতিপূরণ দেয়া হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট