সংবাদমাধ্যমটি জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে সাগিং অঞ্চলে সেনাদের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। স্থানীয়রা সেনাদের ঠেকাতে একটি নিরাপত্তা দল গঠন করেছিল। এই দলটির কাছে অস্ত্র বলতে কেবল শিকারি বন্দুক ছিল। সেনারা আটক বিক্ষোভকারীদের তাদের এলাকা থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাচ্ছে খবর পেয়ে দলটি বাধা দেওয়ার চেষ্টা করে।
দলটির এক সদস্য জানান, তারা মনিওয়া-কানি সড়কে একটি টহল চৌকি বসিয়েছিল। বন্দিদের বহন করা গাড়িগুলো যাতে এলাকা ছাড়তে না পারে সেজন্য তারা হামলার প্রস্তুতি নিয়ে রেখেছিল।
তিনি বলেন, ‘আমরা খবর পেয়েছিলাম বিক্ষোভকারীদের নেতাসহ ৭০ জনকে এখান থেকে সরানো হবে। একটি সামরিক ট্রাক বাধা ছাড়াই টহল চৌকি পার হয়ে যায়। এর পরপর ১২টি ট্রাক ঘটনাস্থলে আসে এবং স্থানীয়দের ওপর গুলি ছুড়তে শুরু করে। এতে ছয় স্থানীয় নিহত হয়। সেনাদের মধ্যে কয়েক জন হতাহত থাকতে পারে।’
মিয়ানমার নাউ জানিয়েছ, রাত ৮টা পর্যন্ত গুলি বিনিময় হয়েছে। তবে সেনাদের হতাহতের তথ্য নিশ্চিত হওয়া যায়নি।