করোনা আক্রান্ত শিশুদের পাশে পগবা

করোনা আক্রান্ত শিশুদের পাশে পগবা
কোভিড-১৯ এ আক্রান্ত শিশুদের সহযোগিতায় এবার এগিয়ে আসলেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা পল পগবা।

সামাজিক যোগাযোগ মাধ্যম অর্থ তহবিল গঠনের মাধ্যমে তিনি কোভিড-১৯ আক্রান্তদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

ইউনিসেফের মাধ্যমে তিনি অর্থ সাহায্য করতে চান বলে জানান। ফরাসি এই মিডফিল্ডারের লক্ষ্য ইউনিসেফকে ২৭ হাজার পাউন্ড তুলে দেয়া।

রোববার (১৫ মার্চ) বিশ্বকাপজয়ী পগবা তার ২৭তম জন্মদিনে এ সম্পর্কে লিখেছেন, ‘আজ আমার জন্মদিন। আমি, আমার পরিবার ও বন্ধুরা ভাল আছে। কিন্তু এই মুহূর্তে অনেকেই অসুস্থ। বিশ্বব্যপী অনেকেই আজ এই ভাইরাসে আক্রান্ত, এদের মধ্যে শিশুরাও রয়েছে। এটি মহামারি আকারে রূপ নিয়েছে। বিশেষ করে দরিদ্র মানুষ ও শিশুরাই এতে ক্ষতিগস্থ হচ্ছে বেশি। বিশেষ কিছু মেডিকেল সামগ্রী সরবরাহ করে ইউনিসেফ আক্রান্তদের পাশে দাঁড়িয়েছে। তাদের স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন ধরনের সতর্কতমূলক পরামর্শ দিচ্ছে। এই মুহূর্তে আমাদের সবাকে এক হয়ে কাজ করতে হবে। এই ভাইরাসের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করতে হবে।’

পগবা জানান, তহবিলে জমা হওয়া অর্থ দিয়ে স্বাস্থ্যকর্মীদের জন্য গ্লাভস, সার্জিকাল মাস্ক এবং বিশেষ প্রতিরোধকারী চশমা কেনা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পগবার অর্থ সংগ্রহের ঘোষণা দেবার ঘণ্টাখানেকের মধ্যেই দুই হাজারেরও বেশি পাউন্ড জমা হয়ে গেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

২০২৩ সালে বাংলাদেশের সেরা কারা?
সর্বোচ্চ গোলদাতা হয়েই বছর শেষ করলেন রোনালদো
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাফল্যের হার ৭১ শতাংশ
ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের নাহিদা
বাংলাদেশ ম্যাচে কে এই নারী আম্পায়ার
সুখের মাউন্ট মঙ্গানুইয়ে বেরসিক বৃষ্টির জয়
টাইগারদের আগামী বছরের কর্মসূচিতে নেই অস্ট্রেলিয়া-ইল্যাংন্ড
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা হতে পারে জানুয়ারিতে