মঙ্গলবার ডিএসইতে এক হাজার ২৯৯ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা গত ৩ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন পুঁজিবাজারে। এর আগে গত ২৫ জানুয়ারি ডিএসইতে এক হাজার ৫৪৫ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
আজ ডিএসইতে আগের দিন থেকে ৬০২ কোটি ৫৪ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ৬৯৭ কোটি ২৯ লাখ টাকার।
এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪২১ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৩৬ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৭ পয়েন্ট বেড়েছে।
মঙ্গলবার ডিএসইতে মোট ৩৫৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯৩টির, দর কমেছে ৯৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬৩টি কোম্পানির।