টুইটে তিনি লিখেছেন, সামান্য উপসর্গ অনুভব করায় শারীরিক পরীক্ষায় আমার কোভিড পজিটিভ ধরা পড়েছে। সম্প্রতি যারা আমার সংস্পর্শে এসেছেন, তাদের সব রকম সুরক্ষাবিধি মেনে চলতে অনুরোধ করবো। সবাই সাবধানে থাকুন।
https://twitter.com/RahulGandhi/status/1384442319638867969?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1384442319638867969%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.ittefaq.com.bd%2Fcorona-update%2F238305%2FE0A695E0A6B0E0A78BE0A6A8E0A6BEE0A79F-E0A686E0A695E0A78DE0A6B0E0A6BEE0A6A8E0A78DE0A6A4-E0A6B0E0A6BEE0A6B9E0A781E0A6B2-E0A697E0A6BEE0A6A8E0A78DE0A6A7E0A780C2A0
গত ১৪ এপ্রিল পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন রাহুল গান্ধী। ওই সভার পরেই দেশজুড়ে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের আবহে পরবর্তী সব নির্বাচনী প্রচারণা সভা বাতিল করেন কংগ্রেস সাংসদ।
মাত্র একদিন আগেই ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের করোনায় আক্রান্তের খবর সামনে আসে। সোমবার করোনায় আক্রান্ত মনমোহনকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়।