হু’র মহাপরিচালক ড. টেড্রোস গেব্রেইয়েসুস সোমবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে বলেন, “সব দেশের প্রতি আমাদের সাধারণ একটি বার্তা- টেস্ট টেস্ট টেস্ট।” ভাইরাস যাতে অগোচরে ছড়িয়ে পড়তে না পারে তাই সব সন্দেহভাজনের পরীক্ষার কথাও বলেন তিনি।
যুক্তরাষ্ট্র, ইউরোপের সব দেশ, এশিয়া ও মধ্যপ্রাচ্যে ইতিমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান ও বিনোদনকেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু অতি প্রয়োজনীয় সেবা চালু রাখা হয়েছে। সোমবার কারফিউ জারি করা হয়েছে যুক্তরাষ্ট্রের দুটি শহরে।
মঙ্গলবার থেকে বন্ধ রয়েছে বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। এ ছাড়া বুধবার থেকে বন্ধ থাকবে সিনেমা হল।
এ দিকে যুক্তরাষ্ট্রের সিয়াটলে কাইজার পারমানেন্ট গবেষণাকেন্দ্রে ৪৫ জন সুস্থ স্বেচ্ছাসেবীর দেহে করোনাভাইরাসের সদ্য আবিস্কৃত টিকা প্রয়োগ শুরু হয়েছে।
হু’র মতে, বর্তমানে সারা বিশ্বের ১ লাখ ৬৮ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত। মানুষ গেছেন কমপক্ষে ৬ হাজার ৬১০ জন।
উহান প্রদেশ থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাস সংক্রমণে মৃতদের অর্ধেকই চীনের। এরপর ইতালিতে বেশি সংখ্যক মানুষ মারা গেছেন। শুধু সোমবার ৩৪৯ জনের মৃত্যু হয়।