বুধবার (২১ এপ্রিল) ডিবি পুলিশ কোরবান আলী কাসেমীকে আদালতে হাজির করে ২০১৩ সালে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডবের ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদের আদালত রিমান্ডের আদেশ দেন।
২০ এপ্রিল বিকেলে ডিবির গুলশান বিভাগ টিম বাসাবো এলাকায় থেকে কোরবান আলী কাসেমীকে গ্রেপ্তার করে।
ডিবি পুলিশ গণমাধ্যমে জানায়, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে নাশকতার ঘটনায় দায়ের করা বিভিন্ন মামলার অন্যতম আসামি হেফাজতের এই নেতা।