পশ্চিমবঙ্গ সফল বাতিল করলেন নরেন্দ্র মোদি

পশ্চিমবঙ্গ সফল বাতিল করলেন নরেন্দ্র মোদি
শুক্রবার (২২ এপ্রিল) পশ্চিমবঙ্গ সফর করার কথা থাকলেও তা বাতিল করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করার জন্য এ সফর বাতিল করা হয়।

শুক্রবার পশ্চিমবঙ্গে শেষ দফা ভোটের আগে একদিনে চারটি সভা করার কথা ছিল মোদির। তবে গত কয়েকদিনে ভারতে করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপক বেড়ে যাওয়ার প্রেক্ষিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি বৈঠক করবেন তিনি। সে কারণে একসঙ্গে চারটি সভাই বাতিল করেছেন তিনি।

এ বিষয়ে টুইটারে মোদি লিখেছেন, ‘আগামীকাল কোভিড- ১৯ এর বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করার জন্য আমি একটি উচ্চ পর্যায়ের বৈঠক করব। এ কারণে আমি পশ্চিমবঙ্গে যেতে পারব না।’

বিজেপির জন্য নির্বাচনী প্রচারে পশ্চিমবঙ্গে ১২ বার সফর করেছেন নরেন্দ্র মোদি। শুক্রবার তার ১৩তম রাজনৈতিক সফরের কথা ছিল। মালদা, মুর্শিদাবাদ, সিউড়ি এবং কলকাতায়– তার চারটি সভা হওয়ার কথা ছিল। এগুলো বাতিল হলেও তিনি ভার্চুয়াল বক্তব্য রাখবেন কিনা সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

ভারতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সকল রাজনৈতিক দলই প্রচার সংক্ষিপ্ত করেছে। প্রথমে সিপিএম প্রচারণা কাটছাঁট করে। তারপর সেই পথে হেঁটেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। করোনায় আক্রান্ত হওয়ার আগে পশ্চিমবঙ্গ সফর বাতিল করেছিলেন কংগ্রেসের নেতা রাহুল গান্ধীও।

কিন্তু মোদি-অমিত শাহ নির্বাচনী প্রচারণার সভা পুরোমাত্রায় চালিয়ে যাচ্ছিলেন। এ নিয়ে সমালোচনাও এসেছে বিভিন্ন পক্ষ থেকে। তবুও প্রচার সংক্ষিপ্ত করার কোনো লক্ষণ দেখা যায়নি বিজেপির মধ্যে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না