বৃহস্পতিবার (২২ এপ্রিল) তাকে পরিকল্পনা বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব পদে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
এর আগেও তিনি পরিকল্পনা বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্বে ছিলেন। এ পদে দায়িত্বে থাকাকালীন তাকে গত ১৫ ফেব্রুয়ারি রাজউকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
সে হিসাবে দায়িত্ব পাওয়ার তিন মাস আগেই তাকে বদলি করা হলো। সাঈদ হাসানকে বদলি করা হলেও এখন পর্যন্ত নতুন কাউকে রাজউকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়নি।