ইসরায়েলের পরমাণু স্থাপনায় ক্ষেপনাস্ত্র হামলা

ইসরায়েলের পরমাণু স্থাপনায় ক্ষেপনাস্ত্র হামলা
ইসরায়েলের দিমোনা শহরে একটি পরমাণু স্থাপনার কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। সিরিয়া থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র ওই এলাকায় আঘাত হেনেছে। ইসরায়েলের সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।

দেশটির সামরিক বাহিনী জানান, ক্ষেপণাস্ত্র হামলা ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আঘাতে পরমাণু স্থাপনারও কোনো ক্ষতি হয়নি।

সিরিয়া থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রটি দিমোনা শহরে আঘাত হানে এবং ১৫০ কিলোমিটার দূর থেকে এর বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

দেশটির একটি যুদ্ধবিমান লক্ষ্য করে সিরিয়ার সামরিক বাহিনী ওই ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করলে তা দিমোনা পরমাণু স্থাপনার কাছে গিয়ে আঘাত।

ইসরায়েল বলছে, বৃহস্পতিবার ভোরের দিকে ওই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। সিরিয়ার দীর্ঘপাল্লার এসএ-৫ ক্ষেপণাস্ত্র ছিল এটি। রাশিয়ার এস-২০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তা নিক্ষেপ করা হয়। ক্ষেপণাস্ত্রটি দিমোনা পরমাণু স্থাপনার চুল্লিতে আঘাত করেনি বরং এটি ৩০ কিলোমিটার দূরে পড়েছে।-আল জাজিরা

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না