দেশটির সামরিক বাহিনী জানান, ক্ষেপণাস্ত্র হামলা ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আঘাতে পরমাণু স্থাপনারও কোনো ক্ষতি হয়নি।
সিরিয়া থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রটি দিমোনা শহরে আঘাত হানে এবং ১৫০ কিলোমিটার দূর থেকে এর বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
দেশটির একটি যুদ্ধবিমান লক্ষ্য করে সিরিয়ার সামরিক বাহিনী ওই ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করলে তা দিমোনা পরমাণু স্থাপনার কাছে গিয়ে আঘাত।
ইসরায়েল বলছে, বৃহস্পতিবার ভোরের দিকে ওই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। সিরিয়ার দীর্ঘপাল্লার এসএ-৫ ক্ষেপণাস্ত্র ছিল এটি। রাশিয়ার এস-২০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তা নিক্ষেপ করা হয়। ক্ষেপণাস্ত্রটি দিমোনা পরমাণু স্থাপনার চুল্লিতে আঘাত করেনি বরং এটি ৩০ কিলোমিটার দূরে পড়েছে।-আল জাজিরা