বৃহস্পতিবার (২২ এপ্রিল) জেলা শহরের টিলাবাড়িতে সাঁড়াশি এই অভিযান চালিয়ে এসব জাল উদ্ধার করা হয়।
চাঁদপুর নৌ পুলিশ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল হক জানান, জেলা শহরের বড়স্টেশন এলাকার অনতিদূরে টিকাবাড়ি। এখানে শতাধিক জেলে পরিবার বসবাস করে। কিন্তু তাদের মধ্যে একশ্রেণির অসাধু জেলে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাটকা নিধন করছে। আর এই কাজে তারা ব্যবহার করছিল নিষিদ্ধ কারেন্ট জাল। এমন তথ্য পেয়ে গত কিছু দিন সেখানে নৌ-পুলিশের গোয়েন্দা নজরদারিতে নেওয়া হয়। এক পর্যায়ে সত্যতা নিশ্চিত হওয়া গেলে গতকাল বৃহস্পতিবার পুলিশ সুপার মো. কামরুজ্জামানের নেতৃত্বে সেখানে সাঁড়াশি অভিযান চালানো হয়। এসময় জেলেদের বসতঘর থেকে এসব জাল জব্দ করা হয়। তবে অভিযানকালে জেলেরা তাদের বসতবাড়ি ছেড়ে গাঢাকা দেওয়ায় তাদের কাউকে আটক করা যায়নি।
অভিযানের পর পুলিশ সুপার মো. কামরুজ্জামান বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানান, এই ঘটনায় কাউকে আটক করতে না পারলেও উদ্ধার হওয়া নিষিদ্ধ কারেন্ট জালগুলো আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। তিনি আরো জানান, উদ্ধার হওয়া কারেন্ট জালের পরিমাণ এক কোটি সাত লাখ মিটার।