বুধবার (২১ এপ্রিল) দেশটির একাধিক শহরে বিক্ষোভ হয়েছে। এ সময় ১ হাজার ৭০০ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।
দেশটির আইন অনুসারে, বিনা অনুমতিতে বিক্ষোভ করলে কয়েক দিনের জেল বা জরিমানা হতে পারে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবার রাতে দেশটির বিভিন্ন শহরে রাস্তায় নেমে আসেন হাজার হাজার মানুষ। এ সময় তাঁরা নাভালনির মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ করেন। সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে দেশটির রাজধানী মস্কোতে। ওভিডি-ইনফো নামে একটি পর্যবেক্ষক সংগঠনের দাবি, বিক্ষোভে অংশ নেওয়ায় রাশিয়ায় এক হাজার ৭৮২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অধিক ৮০৪ জন গ্রেফতার হয়েছেন সেইন্ট পিটার্সবার্গ থেকে।
এদিন গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছেন নাভালনির প্রেস সচিব কিরা ইয়ারমিশ। অননুমোদিত বিক্ষোভে অংশগ্রহণের আহ্বান জানানোয় তাঁকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।