বৃহস্পতিবার (২২ এপ্রিল) দেশটির জনশক্তি মন্ত্রণালয়ের দ্বিতীয় মন্ত্রী মিস্টার তান সী লেং এ কথা জানান। তিনি বলেন, ১২শ শ্রমিককে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
মন্ত্রী জানান, স্পেশাল টেস্টে ১৭ জন শ্রমিক করোনা পজিটিভ হন। যারা করোনার ভ্যাকসিন নেননি। তবে পূর্বে করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন। তাদেরকে দ্রুত এনসিআইডির অধীনে আইসোলেশনে পাঠানো হয়েছে। সুস্থ হওয়ার পরও কেন করোনায় পজিটিভ হলেন তা জানার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় ও এনসিআইডি তদন্ত করছে।
তিনি জানান, ডরমিটরির ব্লকের শ্রমিকদের মাঝে সংক্রমণ রোধ করতে সবাইকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। পুরো ডরমিটরির বাসিন্দাদের স্পেশাল টেস্ট করা হবে। টেস্টের রেজাল্ট না আসা পর্যন্ত কেউ ডরমিটরি থেকে বের হতে পারবেন না।