ভারতের ওপর ইতালির ভ্রমণ নিষেধাজ্ঞা

ভারতের ওপর ইতালির ভ্রমণ নিষেধাজ্ঞা
করোনার ভারতীয় ধরনের সংক্রমণ এড়াতে দেশটির ওপর ভ্রমণ বিধিনেষেধ আরোপ করেছে ইউরোপের দেশ ইতালি।

বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে জানিয়েছে, ভারতে প্রতিদিনই করোনা সংক্রমণের নতুন রেকর্ড গড়ছে। এ নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করে সাহায্য পাঠানোর কথা জানিয়েছে।

ইতালির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরাঞ্চা এক টুইট পোস্টে বলেন, ‘গেল ১৪ দিন ভারতে প্রবেশ করেছেন এমন বিদেশি যাত্রীদের ইতালি ভ্রমণে নিষেধাজ্ঞায় আমি সই করেছি।’

করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারত এখন প্রকট স্বাস্থ্য সংকটের মুখে রয়েছে। কোভিড-১৯ রোগের ডাবল মিউটেন্টের বিরুদ্ধেও লড়তে হচ্ছে দেশটিকে।

গত ২৪ ঘণ্টায় তিন লাখ ৪৯ হাজার ৬৯১ জনের করোনা পজিটিভ এসেছে, যেটা চতুর্থ দিনের মতো সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।

মেডিকেল অক্সিজেন ও শয্যা ফুরিয়ে যাওয়ায় রোগীদের ফিরিয়ে দিচ্ছে রাজধানী দিল্লির হাসপাতালগুলো।

ইতালীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার নেগেটিভ রেজাল্ট নিয়ে ইতালির নাগরিকরা দেশে ফিরতে পরবেন। এরপর তাদের কোয়ারেন্টিনে যেতে হবে।

যারা ইতিমধ্যে ভারত থেকে ইতালি পৌঁছে গেছেন, তাদেরও করোনা পরীক্ষার অনুরোধ করা হয়েছে।

রবার্তো স্পেরাঞ্চা জানান, করোনার ভারতীয় নতুন ধরন নিয়ে আমাদের বিজ্ঞানীরা গবেষণা করছেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ভিসা ছাড়াই তুরস্কে যেতে পারবেন যারা
পর্যটকদের সেন্ট মার্টিন ছাড়ার নির্দেশ
এভিয়েশন শিল্পের দ্বিগুণ প্রবৃদ্ধি হয়েছে
খৈয়াছড়া ঝরনা: কীভাবে যাবেন, কোথায় থাকবেন, খরচ কেমন
টিকিটে ১০ শতাংশ ছাড় দিচ্ছে বিমান
পর্যটনকেন্দ্রের পরিবেশ রক্ষা করতে হবে
ঢাকা-আদ্দিস আবাবার ম‌ধ্যে সরাসরি বিমান চালুর প্রস্তাব
টিকিটে ২০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে বিমান
ঢাকা-গুয়াংজু রুটে বিমানের ফ্লাইট চালু ১৪ সেপ্টেম্বর
পর্যটন দিবস উপলক্ষে চার দিনব্যাপী মেলার আয়োজন