কিন্তু, মদে আসক্ত কয়েকজন মদ না পেয়ে এর পরিবর্তে স্যানিটাইজারই খাওয়া শুরু করেছিলেন। আর তাতেই প্রাণ গেল ছয় জনের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দেশটির মহারাষ্ট্র রাজ্যের ইয়াভাতমল জেলার ওয়ানি নামক এলাকায়।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমস এক প্রতিবেদনে জানায়, মহারাষ্ট্রের ইয়াভাতমল জেলার ওয়ানির একটি গ্রামের কয়েকজন বাসিন্দা মদ না পেয়ে কয়েকদিন ধরে বিভিন্ন ধরনের স্যানিটাইজার খাচ্ছিলেন। তাদের মধ্যে কয়েকজনের সম্প্রতি শারীরিক সমস্যা শুরু হয়। স্থানীয় গ্রামীণ হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণের মধ্যেই মারা যান তারা। বাড়িতেই প্রাণ হারান আরও কয়েকজন।
ইয়াভাতমলের পুলিশ সুপার দিলীপ ভুজবল বলেছেন, ‘ওয়ানির কয়েকজন শ্রমিক মদের বদলে স্যানিটাইজার খাচ্ছিলেন। তাদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়। কিছুক্ষণের মধ্যেই মারা যান তারা। বাকি তিন জন বাড়িতেই প্রাণ হারান।’
মৃতদের নাম প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন। তারা হলেন, সুনীল ধেংলে (৩২), দত্ত লঞ্জেওয়ার (৫৭), ভরত রুইকর (৩৮), গণেশ শেলার (৪৫), সন্তোষ মেহরে (৩৫) ও রাহুল পার্থতকর। প্রত্যেকেই ওয়ানির বাসিন্দা।
পুলিশ সুপার আরও বলেন, ‘ওই শ্রমিকরা গত চার-পাঁচদিন ধরে স্যানিটাইজার খাচ্ছিলেন। শুক্রবার তাদের বমি, পেটে ব্যথা শুরু হয়। তিনজনকে ভর্তি করা হয় হাসপাতালে। বাকিরা বাড়িতেই ছিলেন।’
করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতের মধ্যে সংক্রমণে শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ১৬০ জন। মৃত্যু হয়েছে ৬৭৬ জনের।