নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলায় ৩০ সেনা নিহত

নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলায় ৩০ সেনা নিহত
নাইজেরিয়ার উত্তর–পূর্বাঞ্চলের বোর্নো রাজ্যে সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে জঙ্গিদের অতর্কিত হামলায় অন্তত ৩০ জন সেনা সদস্য নিহত হয়েছেন। হামলাকারীরা আইসিস জঙ্গিগোষ্ঠীর আঞ্চলিক অঙ্গ সংগঠনের সদস্য বলে ধারণা করা হচ্ছে।

একটি সূত্র রয়টার্সকে জানায়, সামরিক পোশাকে সজ্জিত জঙ্গিরা বোর্নো রাজ্যের মাইনোক শহরের সেনাঘাঁটিতে রোববার এই হামলা চালায়I এ ঘটনায় ৩৩ সেনা সদস্য নিহত হন। কয়েকঘণ্টার চেষ্টার পর সবশেষে বিমান হামলার মাধ্যমে সেনারা ঘাঁটিটি নিজেদের দখলে নিতে সক্ষম হন।

নাইজেরিয়ার একজন সামরিক মুখপাত্র মুঠোফোনে রয়টার্সকে বলেন, তারা এই ঘটনার বিষয়ে একটি বিবৃতি দেবেন। তবে তারা আর কোনো মন্তব্য করতে রাজি হননি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছর নাইজেরিয়াতে বর্ধিত নিরাপত্তাহীনতার কারণে বহু সেনা ও সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে।

মাত্র এক মাস আগেই দেশটির উত্তর পূর্বাঞ্চলে ইসলামি উগ্রবাদীদের চারটি হামলায় ৩০ সেনা সদস্য প্রাণ হারান।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না