সূত্র মতে, সোমবার ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৭.৮০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫৩.৩০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৫.৫০ টাকা বা ১১.৫০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ক্রিস্টাল ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফনিক্স ইন্স্যুরেন্সের ৯.৩৪ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্সের ৮.৮১ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের র৮.৫৬ শতাংশ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৮.২৪ শতাংশ, ন্যাশনাল ফিড মিলসের ৬.৬৬ শতাংশ, ফেডারেল ইন্স্যুরেন্সের .৭২ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৫.২৫ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৪.৭০ শতাংশ এবং সোনালী আঁশের শেয়ার দর ৩.৯৫ শতাংশ বেড়েছে।