হরপ্রীতের আগে ম্যাচের অর্ধেকটা বলতে গেলে রাহুল-শো। প্রথম ২৭ বলে ২৪ রান, পরের ২৭ বলে ৪৮ রান, শেষ ৫ বলে ১৯ রান—আইপিএলে কাল লোকেশ রাহুলের ইনিংস গড়ার চিত্র। ক্রিকেটের সবচেয়ে ছোট সংস্করণেও কীভাবে ইনিংস গড়তে হয়, ৫৭ বলে ৯১ রানের অপরাজিত ইনিংসে তা দেখালেন পাঞ্জাব কিংস অধিনায়ক। রাহুলের ইনিংসটি সাজানো ৫ ছক্কা ও ৭ চারে। ক্রিস গেইলের ২৪ বলে ৪৬ রানের ইনিংসে ২ ছক্কা ও ৬ চার। শেষ দিকে রাহুলের সঙ্গে ব্যাট হাতেও ঝড় তোলেন হরপ্রীত ব্রার, দুজন মিলে গড়েন ৩২ বলে ৬১ রানের অবিচ্ছিন্ন জুটি।
তাড়া করতে নামা বেঙ্গালুরুর ইনিংস আসলে ধসিয়ে দিয়েছেন হরপ্রীত ব্রারই। বিরাট কোহলির ৩৪ বলে ৩৫ রানের ইনিংস ছাড়া আর বলার মতো শেষ দিকে হার্শাল প্যাটেলের ১৩ বলে ৩১। তিন নম্বরে নামা রজত পাতিদারও ৩১ রান করেছেন, তবে বল খেলেছেন ৩০টি। এই তিনজন ছাড়া দুই অঙ্কে যেতে পেরেছেন শুধু কাইল জেমিসন, ১১ বলে ১৬ রান তাঁর।