সোমবার (০৩ মে) আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানায়, এ হামলায় আহত হয়েছেন আরও ৬ সেনা।
শনিবার(০১ মে) স্থানীয় সময় বিকেলে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় মালিয়ান সীমান্তের কাছে এ ঘটনা ঘটে। এছাড়া অপর এক সেনা সদস্যকে হামলাকারীরা অপহরণ করে নিয়ে গেছে বলেও জানিয়েছে আল-জাজিরা।
নাম প্রকাশে অনিচ্ছুক দেশটির এক সরকারি নিরাপত্তা কর্মকর্তা আল জাজিরাকে জানায়, শনিবার বিকেলে নাইজারের তাহৌয়া অঞ্চলের টিলিয়া নামক এলাকার একটি সেনা তল্লাশি চৌকিতে এই হামলার ঘটনা ঘটে।
অজ্ঞাত বন্দুকধারীরা মোটরসাইকেলে এসে নাইজার ন্যাশনাল গার্ডের তল্লাশি চৌকিতে হামলা চালায়। এতে সেনাবাহিনীর দুটি সামরিক যান পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত হয় এবং অপর একটি সামরিক যান নিয়ে যায় হামলাকারীরা।
কারা হামলা চালিয়েছে তা জানা না গেলেও দেশটির সরকার আল কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) মতো জঙ্গিদের সন্দেহ করছে।