উহানে ২৪ ঘণ্টায় একজনও আক্রান্ত হয়নি

উহানে ২৪ ঘণ্টায় একজনও আক্রান্ত হয়নি
চীন আজ (বৃহস্পতিবার) প্রথমবারের মতো জানিয়েছে, দেশটির হুবেই প্রদেশের উহান শহরে গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন ঘোষণা করেছে, এই প্রাণঘাতী ভাইরাস উৎপাদনের কেন্দ্র উহান শহরে আজ নতুন করে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি।

বিশ্বের অন্যান্য দেশে যখন এই রোগ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে তখন এ আশাব্যাঞ্জক খবর জানাল বেইজিং।

তবে আজ বিদেশ থেকে চীন ভ্রমণ করতে যাওয়া ৩৪ ব্যক্তির শরীরে কোভিড-১৯ রোগ ধরা পড়েছে। এসব মানুষের বেশিরভাগ স্পেন ও ব্রিটেন থেকে চীন সফরে গেছে বলে ওই কমিশন জানিয়েছে।

এ ছাড়া, চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও রেকর্ড সংখ্যায় নেমে এসেছে। আজ মাত্র আটজনের মৃত্যুর কথা জানিয়েছে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন। এর ফলে দেশটিতে এ রোগে এ পর্যন্ত তিন হাজার ২৪৫ জনের মৃত্যু হলো।

চীনে এ পর্যন্ত ৮০ হাজার ৯২৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যাদের মধ্যে ৭০ হাজার ৪২০ ব্যক্তি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরে গেছেন।

২০১৯ সালের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাসের প্রকোপ দেখা দেয়। বর্তমানে চীনের ৩০টি প্রদেশের পাশাপাশি বিশ্বের ১৬৫টি দেশে এই প্রাণঘাতী রোগ ছড়িয়ে পড়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না