বাংলাদেশ সময় শুক্রবার সকালে এই প্রতিবেদন লেখার সময় বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৫ হাজার ৬৩৪। মৃতের সংখ্যা ১০ হাজার ৪৮। ভাইরাসটি ছড়িয়ে পড়েছে বিশ্বের ১৭৯টি দেশ ও অঞ্চলে।
বৃহস্পতিবার জাতিসংঘের মহাসচিব সতর্ক করে বলেন, "আমরা যদি ভাইরাসটিকে দাবানলের মতো ছড়িয়ে পড়তে দিই, বিশেষত বিশ্বের সবচেয়ে দূর্বল অঞ্চলগুলিতে; তাহলে এটি লক্ষ লক্ষ মানুষকে হত্যা করবে।"
গুতেরেস বলেন, বিশ্বব্যাপী সংহতি কেবল নৈতিক কারণেই নয়, এটি সবার স্বার্থে প্রয়োজন। জি-২০ দেশের নেতাদের প্রতি দরিদ্র দেশগুলোতে সহযোগিতা জোরদার করার আহ্বান জানান তিনি।
সূত্র: ইউএন-এর ওয়েবসাইট