রোববার ‘মানুষ বাঁচলে দেশ বাঁচবে’ ফেসবুক লাইভ অনুষ্ঠানের আয়োজন করে নগদ। অনুষ্ঠানে জাকাত দেয়ার মাধ্যমে সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নগদের প্রধান বিক্রয় কর্মকর্তা সিহাব উদ্দিন চৌধুরী এবং হিউম্যান এইড বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ড. শেখ মোহাম্মদ মইনুল ইসলাম। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আরজে নীরব। নগদ, যুগান্তর ও যমুনা টিভির ফেসবুক পেজে লাইভটি দেখানো হয়।
সিহাব উদ্দিন চৌধুরী বলেন, আমরা সবার আগে চিন্তা করি, মানুষকে কিভাবে সেবা দেওয়া যায়। কারণ নগদ বিশ্বাস করে মানুষ বাঁচলে দেশ বাঁচবে। নগদের বিজ্ঞাপন বা প্রচার খরচ কিছুটা সংকুচিত করে আমরা ফান্ড তৈরি করেছি। তা দিয়ে বিভিন্ন গণমানুষের পাশে দাঁড়িয়েছি।
শেখ মোহাম্মদ মইনুল ইসলাম বলেন, করোনাকালে আমরা রাজধানী ও দেশের বিভিন্ন স্থানে বিশুদ্ধ পানি ও খাবার সরবরাহ করছি।
‘নগদ’র মাধ্যমে হিউম্যান এইড বাংলাদেশ ফাউন্ডেশনের ডোনেশন করার পদ্ধতি : ‘নগদ’ অ্যাপে প্রবেশ করুন > ‘ডোনেশন’ বাটনে ক্লিক করুন > লিস্ট থেকে ‘হিউম্যান এইড বাংলাদেশ ফাউন্ডেশন’ নির্বাচন করুন > আপনার ডোনেশনের পরিমাণ দিন > পিন নাম্বার দিন > ডোনেশন সম্পূর্ণ করুন।