সূত্র মতে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৮৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ১ বারে ১৩ লাখ ৪৮ হাজার ৯৪৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ কোটি ৮ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা অগ্রণী ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৮৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৫৩৩ বারে ২১ লাখ ২৬ হাজার ৭৮২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৩ কোটি ৭২ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ফিনিক্স ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ২০ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৬৩৭ বারে ১৭ লাখ ২৫ হাজার ৭৭৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ কোটি ৬৯ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- সোনারবাংলা ইন্স্যুরেন্সের, ক্রীস্টাল ইন্স্যুরেন্স, শ্যামপুর সুগার, নিটোল ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের কোম্পানি লিমিটেড, তাকাফুল ইন্স্যুরেন্স ও সিটি জেনারেল ইন্স্যুরেন্স।