ব্রাজিলে গোলাগুলিতে পুলিশ কর্মকর্তাসহ নিহত ২৫

ব্রাজিলে গোলাগুলিতে পুলিশ কর্মকর্তাসহ নিহত ২৫
ব্রাজিলে মাদক পাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এ সময় গোলাগুলিতে মেট্রো ট্রেনের দুই যাত্রী গুলিবিদ্ধ হলেও তারা বেঁচে গেছেন।

বৃহস্পতিবার (৬ মে) দেশটির রাজধানী রিও ডি জেনেরিও’র জাকারেজিনহো এলাকার একটি বস্তিতে পুলিশের অভিযান চলাকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যমের বরাতে বিবিসি ও রয়টার্স এ খবর জানিয়েছে।

মাদক কারবারিরা তাদের গ্যাংয়ে কিশোরদেরও অন্তর্ভুক্ত করছে এমন খবর পাওয়ার পর অভিযান চালায় পুলিশ।

নিহত পুলিশ কর্মকর্তার নাম আন্দ্রে লিওনার্দো ডি মেলাও ফ্রিয়াস।

ব্রাজিলের সবচেয়ে সহিংস এলাকাগুলোর একটি রিও ডি জেনেরিও। এখানকার বিশাল অঞ্চল অপরাধীদের দখলে। তাদের অনেকেই প্রভাবশালী মাদক কারবারি গ্যাংয়ের সদস্য।

অন্যদিকে বিভিন্ন শহরে মাদকবিরোধী অভিযানের সময় বেসামরিক নাগরিকের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ রয়েছে দেশটির পুলিশের বিরুদ্ধে।

গত জুনে আদালতের এক নির্দেশনায় বলা হয়, যদি অপরিহার্য না হয়, তবে মহামারিকালে দরিদ্র অঞ্চলগুলোতে পুলিশি অভিযান যেন সীমিত করে দেওয়া হয়।

রিও স্টেট ইউনিভার্সিটির সমাজবিজ্ঞানের অধ্যাপক ইগনাসিও ক্যানো বলেন, মাদক কারবারিরা শিশু ও কিশোরদের তাদের দলে নিচ্ছে, অভিযানের জন্য এমন যুক্তি হাস্যকর। কারণ সবাই জানেন যে, এসব গ্যাংগে শিশুরা আছে। তারা মাদক কারবারিদের হয়ে কাজ করে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না