বিশেষ ব্যবস্থায় গাড়ির রেজিস্ট্রেশন করতে চায় বারভিডা

বিশেষ ব্যবস্থায় গাড়ির রেজিস্ট্রেশন করতে চায় বারভিডা
বিধিনিষেধ চলাকালে বিআরটিএতে বিশেষ ব্যবস্থায় গাড়ির রেজিস্ট্রেশন কার্যক্রম চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশন (বারভিডা)।

বৃহস্পতিবার (৬ মে) সংগঠন‌টির সেক্রেটারি মোহাম্মদ শহীদুল ইসলামের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দা‌বি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হ‌য়, চলমান বিধিনিষেধের কারণে সমুদ্রবন্দরসমূহ, কাস্টমস হাউস এবং ব্যাংক খোলা থাকায় বারভিডা সদস্যরা তাদের আমদানি করা গাড়িগুলো ছাড় করছেন। এর মাধ্যমে সরকারের রাজস্ব আয় নিশ্চিত হচ্ছে। কিন্তু বিআরটিএ বন্ধ থাকায় ক্রেতারা গাড়ি রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারছেন না এবং ‘নম্বর’ না পাওয়ায় ক্রয় করা গাড়ি ব্যবহার করতে পারছেন না। অথচ বর্তমান পরিস্থিতিতে ক্রেতারা জরুরি প্রয়োজনে ব্যক্তিগত গাড়ি ব্যবহার করতে পারতেন। আর গাড়ি রেজিস্ট্রেশনের মাধ্যমে সরকারও কাঙ্ক্ষিত রাজস্ব পেতে পারত। এ অবস্থায় অন্যান্য সেবা সংস্থার মতো বিআরটিএ সীমিত পরিসরে খোলা রাখার দাবি জানি‌য়ে‌ছে বারভিডা।

এতে আরও বলা হয়, পৃ‌থিবীর বিভিন্ন দেশে স্বাধীন এজেন্সির মাধ্যমে গাড়ি রেজিস্ট্রেশনের ব্যবস্থা রয়েছে। বারভিডা এরইমধ্যে প্রধানমন্ত্রীর দফতরসহ বিআরটিএ এবং সড়ক ও সেতু মন্ত্রণালয়ে যোগাযোগ করে বিধিনিষেধ চলাকালে বিশেষ সেবা হিসেবে গাড়ি রেজিস্ট্রেশন কার্যক্রম চালুর অনুরোধ জানিয়েছে। সরকারের রাজস্ব প্রাপ্তি, ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিক রাখা এবং জনস্বার্থে রেজিস্ট্রেশন কার্যক্রম জরুরিভিত্তিতে চালু করা হবে বলে আশা করে বারভিডা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি