বিপুল পরিমাণ রুশ ও চীনা অস্ত্র জব্দ করল যুক্তরাষ্ট্র

বিপুল পরিমাণ রুশ ও চীনা অস্ত্র জব্দ করল যুক্তরাষ্ট্র
রাশিয়া ও চীনের বিপুল অস্ত্র জব্দ করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। উত্তর আরব সাগরে আন্তর্জাতিক জলসীমায় ভ্রমণ করা রাষ্ট্রীয় মালিকানাহীন একটি নৌযান থেকে এসব অস্ত্র জব্দ করা হয়।

রোববার (৯ মে) বাহরাইনভিত্তিক মার্কিন ফিফথ ফ্লিট জানিয়েছে, ৬ থেকে ৭ মে’র মধ্যে উত্তর আরব সাগরের আন্তর্জাতিক জলসীমা থেকে অবৈধ অস্ত্রবোঝাই একটি ‘দাও’ জব্দ করেছে গাইডেড-মিসাইল যুদ্ধজাহাজ ইউএসএস মন্টারি। রয়টার্স ও আলজাজিরা এ খবর জানিয়েছে।

দাও লোহিত সাগর ও ভারত মহাসাগরে বিচরণকারী এক বা একাধিক মাস্তুলবিশিষ্ট এবং সেটি (Settee) বা লাতিন জাতীয় পালবিশিষ্ট কিছু ঐতিহ্যবাহী পালতোলা নৌকার নাম।

দাও নৌকা আরবরা নাকি ভারতীয়রা উদ্ভাবন করেছিল, সে ব্যাপারে ইতিহাসবিদদের মতভেদ আছে। দাও নৌকার হাল লম্বা ও সরু হয়।

ফিফথ ফ্লিট জানিয়েছে, এসব অস্ত্র ভাণ্ডারের মধ্যে রয়েছে কয়েক ডজন অত্যাধুনিক রুশ-নির্মিত ট্যাংকবিধ্বংসী গাইডেড মিসাইল, কয়েক হাজার চাইনিজ ৫৬ অ্যাসল্ট রাইফেল, কয়েকশ পিকেএম মেশিন গান, স্নাইপার রাইফেল ও রকেটচালিত গ্রেনেড লাঞ্চার।

অন্যান্য অস্ত্রের মধ্যে রয়েছে, অত্যাধুনিক অপটিকাল সাইটস। মার্কিন হেফাজতে থাকা এসব অস্ত্র হস্তান্তরের অপেক্ষায় রয়েছে। এই অস্ত্রভাণ্ডারের মূল উৎস ও গন্তব্য কোথায় ছিল, তা নিয়ে তদন্ত চলছে।

এক বিবৃতিতে ফিফথ ফ্লিট জানায়, সব অবৈধ কার্গো অপসারণের পর এই দাও এখন সমুদ্রে অবৈধ অস্ত্র বহনের উপযোগী বলে বিবেচনা করা হচ্ছে। জেরার পর এটির ক্রুকে খাবার ও পানি দেওয়া হয়েছে। পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না