নাইজেরিয়ায় নৌকাডুবি, ৩০ জনের মৃত্যু

নাইজেরিয়ায় নৌকাডুবি, ৩০ জনের মৃত্যু
পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার নাইজার প্রদেশে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি নৌকা ডুবে ৩০ জনের মৃত্যু হয়েছে। দেশটির জরুরি সেবা বিভাগের কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবারের প্রতিবেদনে এই নৌকাডুবির খবর জানিয়েছে ফ্রান্সভিত্তিক বার্তা সংস্থা এএফপি।

নাইজারের ইমারজেন্সি এজেন্সির মুখপাত্র উদু হুসেইন সোমবার জানিয়েছেন, শনিবার একশ ব্যবসায়ীকে নিয়ে একটি বাজার থেকে পণ্য কেনার পর নৌকাটি ফিরছিল। পথে ঝড়ের কবলে পরলে নৌকাটি দুই টুকরো হয়ে যায়। তখন পানিতে ডুবে প্রাণ হারারন ৩০ জন।

দেশটির মুনিয়া জেলার তিজানা গ্রামে দুর্ঘটনাটি ঘটে বলে জানান ওই মুখপাত্র। তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত ৩০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। পাঁচ জনের কোনো খোঁজ মিলছে না। এছাড়া স্থানীয় ডুবুরিদের সহয়তায় ৬৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ইমারজেন্সি এজেন্সির মুখপাত্র উদু হুসেইন আরও বলেন, ‘প্রবল বৃষ্টির করণে উদ্ধার কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। তবে আমাদের ডুবুরিরা সব প্রতিকূলতা অতিক্রম করে সাহসের সঙ্গে তাদের উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।’

এএফপি লিখেছে, নাইজেরিয়ার নৌপথে হামেশাই এ রকম দুর্ঘটনা হয়। বিশেষ করে অতিরিক্ত যাত্রী বহন ও দুর্বল রক্ষণাবেক্ষণ ব্যবস্থার কারণেই মূলত দুর্ঘটনাগুলো ঘটে। বিশেষ করে বর্ষকালে নদীপথে দুর্ঘটনার সংখ্যা অনেকটা বেড়ে যায়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না