স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আমিনুল হাসান সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রতিদিন হাসপাতালে রোগী দেখতে হাজার হাজার দর্শনার্থী আসেন। তাদের মধ্যে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হলে তার মাধ্যমে গোটা হাসপাতালের রোগীরা সংক্রমিত হতে পারে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, শনিবার (২১ মার্চ) পর্যন্ত দেশে করোনাভাইরাসে মোট ২৪ জন আক্রান্ত ও দুজনের মৃত্যু হয়েছে।
আক্রান্তদের মধ্যে অধিকাংশই প্রবাসফেরত ব্যক্তিদের মাধ্যমে সংক্রমিত হয়েছেন। যে দুজন মারা গেছেন তারা কেউ প্রবাসফেরত নন। প্রবাসফেরতদের কারো না কারো মাধ্যমে সংক্রমিত হয়ে তারা মারা যান।