সরকারের আহ্বানে সাড়া দিয়ে দেশের সাধারণ জনগণ কোয়ারেন্টাইনে রয়েছে। দেশটিতে চলছে লকডাউনের ৪র্থ দিন। রাস্তা-ঘাটে নেই কোন জনসমাগম নেই বললেই চলে। প্রয়োজনীয় কাজ ছাড়া ঘরের বাইরে বের না হতে বলা হয়েছে। রেস্টুরেন্টে বসে কেউ খাবার খেলে তাকে তাৎক্ষণিক এক হাজার জরিমানা অনাদায়ে ছয় মাসের আইন করা হয়েছে।
দিনরাত দেশটির পুলিশ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করছে আবার প্রয়োজনে আটক ও জরিমানাও করছে। এ পর্যন্ত কতজন আটক হয়েছে তা জানা যায়নি। এমন পরিস্থিতিতে পুলিশকে সহযোগিতা করতে রোববার থেকে সেনাবাহিনী মাঠে নামছে।