ইয়ানোমামি নামের ওই আদিবাসী গোষ্ঠী জানিয়েছে, সশস্ত্র খনি শ্রমিকরা সাতটি নৌকায় করে সোমবার প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত এক আদিবাসী সম্প্রদায়ের ওপর হামলা চালায়। হামলায় একজন আদিবাসী ব্যক্তি এবং অপর আরও চার জন খনি শ্রমিক আহত হয়েছেন।
ব্রাজিলের সর্ববৃহৎ সংরক্ষিত এলাকা ইয়ানোমামিতে আনুমানিক ২০ হাজার অবৈধ স্বর্ণ খনি শ্রমিকের বাস। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হচ্ছে, ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বোলসোনারোর শাসনামলে আমাজনে সহিংসতার সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে।
দেশটির কট্টর ডানপন্থী এই প্রেসিডেন্ট আমাজনে আদিবাসীদের জন্য সংরক্ষিত এলাকার আকারের একজন বড় সমালোচক। আদিবাসী গোষ্ঠীদের জন্য সংরক্ষিত এলাকাগুলো সংকুচিত করে তিনি কৃষিকাজ ও খনিতে খননকাজ উন্মুক্ত করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি।
তার সরকার পরিবেশ সুরক্ষার জন্য নেওয়া প্রতিরোধ ব্যবস্থা দুর্বল করেছে। সমালোচকরা বলছেন, ব্রাজিলের কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট জায়ের বোলসোনারোর এমন কার্যক্রম ও মন্তব্যের কারণেই পৃথিবীর ফুসফুসখ্যাত আমাজন অঞ্চলে অবৈধ কার্যকলাপ বেড়ে গেছে।