আমাজনে বন্দুকযুদ্ধে অবৈধ ৩ খনি শ্রমিক নিহত

আমাজনে বন্দুকযুদ্ধে অবৈধ ৩ খনি শ্রমিক নিহত
আমাজনের ব্রাজিল অংশের একটি আধিবাসী এলাকায় বন্দুকযুদ্ধে তিন জন অবৈধ খনি শ্রমিক নিহত হয়েছেন। স্থানীয় নেতাদের বরাতে, ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসির মঙ্গলবারের এক অনলাইন প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

ইয়ানোমামি নামের ওই আদিবাসী গোষ্ঠী জানিয়েছে, সশস্ত্র খনি শ্রমিকরা সাতটি নৌকায় করে সোমবার প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত এক আদিবাসী সম্প্রদায়ের ওপর হামলা চালায়। হামলায় একজন আদিবাসী ব্যক্তি এবং অপর আরও চার জন খনি শ্রমিক আহত হয়েছেন।

ব্রাজিলের সর্ববৃহৎ সংরক্ষিত এলাকা ইয়ানোমামিতে আনুমানিক ২০ হাজার অবৈধ স্বর্ণ খনি শ্রমিকের বাস। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হচ্ছে, ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বোলসোনারোর শাসনামলে আমাজনে সহিংসতার সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে।

দেশটির কট্টর ডানপন্থী এই প্রেসিডেন্ট আমাজনে আদিবাসীদের জন্য সংরক্ষিত এলাকার আকারের একজন বড় সমালোচক। আদিবাসী গোষ্ঠীদের জন্য সংরক্ষিত এলাকাগুলো সংকুচিত করে তিনি কৃষিকাজ ও খনিতে খননকাজ উন্মুক্ত করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি।

তার সরকার পরিবেশ সুরক্ষার জন্য নেওয়া প্রতিরোধ ব্যবস্থা দুর্বল করেছে। সমালোচকরা বলছেন, ব্রাজিলের কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট জায়ের বোলসোনারোর এমন কার্যক্রম ও মন্তব্যের কারণেই পৃথিবীর ফুসফুসখ্যাত আমাজন অঞ্চলে অবৈধ কার্যকলাপ বেড়ে গেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না