বুধবার (১২ মে) মিতুর বাবা মোশাররফ হোসেন বাদি হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেন।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভুঁইয়া গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে মামলার লিখিত এজাহার দিতে বুধবার (১২ মে) দুপুর ১২টার দিকে মিতুর বাবা নগরীর পাঁচলাইশ থানায় যান।
পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার ঢাকায় এক প্রেস ব্রিফিংযে জানান, আগের মামলায় বাবুল আক্তার বাদী হওয়ায় সেই মামলায় তাকে গ্রেপ্তারের সুযোগ নেই। মিতু হত্যায় বাবুল আক্তারের দায়ের করা মামলাটির আজই ফাইনাল রিপোর্ট দেওয়া হবে।