সূত্র মতে, মঙ্গলবার ওয়ান ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ১১ টাকা ১০ পয়সা। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১০ টাকা ৫০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৬০ পয়সা বা ৫ দশমিক ৪০ শতাংশ কমেছে।
ডিএসইতে দর কমার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে অগ্রণী ইন্স্যুরেন্সের ৫ দশমিক ২৭ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ৪ দশমিক ২৭ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ৩ দশমিক ৬১ শতাংশ, রহিমা ফুডের ৩ দশমিক ৪৮ শতাংশ, জুট স্পিনার্সের ৩ দশমিক ৪১ শতাংশ, এমআই সিমেন্টের ২ দশমিক ৯৯ শতাংশ, শমরিতা হসপিটালের ২ দশমিক ৯৫ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ২ দশমিক ৮৯ শতাংশ এবং ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ২ দশমিক ৮৫ শতাংশ কমেছে।