অমিত শাহ নিখোঁজ, থানায় ডায়েরি

অমিত শাহ নিখোঁজ, থানায় ডায়েরি
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির শীর্ষ নেতা অমিত শাহকে খুঁজে পাওয়া যাচ্ছে না ।

বুধবার (১২ মে) দিল্লি পুলিশের কাছে নিখোঁজ-ডায়েরি করেছেন কংগ্রেসের ছাত্র সংগঠন ‘ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়া’ বা (এনএসইউআই) সাধারণ সম্পাদক নগেশ কারিয়াপ্পা।

তার বক্তব্য, ‘দেশের সংকটময় এই মহামারি পরিস্থিতিতে রাজনীতিকদের উচিত নাগরিকদের সুরক্ষা প্রদান করা। পালিয়ে যাওয়া নয়।’

এনএসইউআই’র সর্বভারতীয় সম্পাদক ও মুখপাত্র লোকেশ চুঘের দাবি অমিত শাহের নামে নিখোঁজ-ডায়েরি করার পর তার সংগঠনের দফতরে কারিয়াপ্পার সঙ্গে দেখা করতে এসেছিলেন দিল্লি পুলিশের কয়েকজন কর্মকর্তা।

তিনি বলেন, ‘২০১৩ পর্যন্ত নাগরিকদের দায়িত্ব নিতে দেখা যেত নেতা-নেত্রীদের। কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর সব বদলে গেছে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর সরকারের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে খুঁজেই পাওয়া যাচ্ছে না এই মহামারি-কালে।’’

এনএসইউআই বিবৃতিতে জানায়, ‘ভয়ঙ্কর মহামারি সঙ্গে আমরা প্রত্যেকে লড়াই করছি। এই পরিস্থিতিতে আমরা সরকারকে পাশে চাই। এই সরকার তা পূরণ করতে ব্যর্থ হয়েছে বলেই আমরা নিখোঁজ-ডায়রি করেছি। আমরা চাই, এই সরকার জনগণের উদ্দেশে বার্তা দিক।’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না