ফ্রোবেল একাডেমি’র ব্যাংকিং পার্টনার হলো ব্র্যাক ব্যাংক

ফ্রোবেল একাডেমি’র ব্যাংকিং পার্টনার হলো ব্র্যাক ব্যাংক
 

ব্র্যাক ব্যাংকের ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে টিউশনস ফি ও পেমেন্ট সহায়তার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে ফ্রোবেল একাডেমি।

মঙ্গলবার (১৮ মে) ব্যাংকের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অফ কর্পোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান ও ফ্রোবেল একাডেমির ডিরেক্টর সাবিন আমির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

ফ্রোবেল একাডেমি চট্টগ্রামের অন্যতম শীর্ষস্থানীয় ইংরেজি মাধ্যম বিদ্যালয়। প্রতিষ্ঠানটি তার শিক্ষার্থীদের প্রথম শ্রেণি থেকে ক্যামব্রিজ আন্তর্জাতিক পাঠ্যক্রম পরিচালনা করে। ভারতে তাদের বৈশ্বিক অংশীদার রয়েছে। ফ্রোবেল একাডেমিতে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের স্কুলশিক্ষার অভিজ্ঞতা সঞ্চয় করবে।

এই চুক্তির মাধ্যমে ব্র্যাক ব্যাংক দেশের যে কোন স্থান থেকে তার নিজস্ব ডিজিটাল চ্যানেল এবং ফিজিক্যাল নেটওয়ার্ক ব্যবহার করে ফ্রোবেল একাডেমির পক্ষ থেকে টিউশন ফি ও পেমেন্ট সংগ্রহ করবে।

ফ্রোবেল একাডেমি হলো প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান যারা ফি ও পেমেন্ট সংগ্রহের জন্য ব্র্যাক ব্যাংকের ডিজিটাল চ্যানেল ব্যবহার করবে। এই ব্যাংকিং সুবিধার মধ্যে রয়েছে ডিরেক্ট ডেবিট (অন্য ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অর্থ স্থানান্তর), রিকারিং বিল কালেকশান (ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট ও কার্ড থেকে অর্থ স্থানান্তর), পেমেন্ট গেটওয়ে এবং মোবাইল অ্যাপ ‘আস্থা’।

এছাড়াও ফ্রোবেল একাডেমি তার স্টেকহোল্ডারদের ডিজিটাল মাধ্যমে অর্থ প্রদানের জন্য ব্র্যাক ব্যাংকের সিমলেস কর্পোরেট পেমেন্ট সলিউশন ‘করপনেট’ ব্যবহার করবে।

ডিজিটাল পরিষেবাকে সামনে রেখে এই প্রথম ব্র্যাক ব্যাংক কোন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে একটি পরিপূর্ণ ট্রানজ্যাকশন ব্যাংকিং চুক্তি সই করলো।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

এনআরবি ডে অ্যাওয়ার্ড পেল বিকাশ
পাবনার সুজানগরে স্বপ্ন’র নতুন আউটলেট
জেসিআই বাংলাদেশ ২০২৪ লোকাল অফিসার্স ট্রেনিং সম্পন্ন
সর্বোচ্চ রেমিট্যান্স ও প্রবাসী সেবায় সম্মাননা পেলো ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
এসবিএসি ব্যাংকের ৮৯তম শাখা উদ্বোধন
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘বানিয়ালুলু’ নিয়ে আলোচনা
তিন জেলায় বিকাশের পেমেন্ট মেলা
সাফা ‘ওভারঅল উইনার’ ও ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলো ওয়ালটন
আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন