এই কঠিন সময়ে ভাইরাসটি প্রতিরোধে জনসমাগম এলাকা, শহর গ্রাম বন্দর সব জায়গায় চলাচলের গতিবিধি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ একযোগে কাজ করছে বলে জানিয়েছে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ও প্রতিরক্ষামন্ত্রী মো. ইব্রাহিম সাবরি।
তিনি বলেন, আমরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করব। এদিকে ইরানে অবস্থান করা ৭৯ জন মালয়েশিয়ার নাগরিক রোববার দেশে ফেরার পর ১৪ দিনের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
মালয়েশিয়া সরকারের উদ্ধৃতি দিয়ে আনাদুলু এজেন্সি জানিয়েছে, একসঙ্গে একাধিক ব্যক্তি ঘর থেকে বের হওয়া যাবে না। এক পরিবারের একজন সদস্য সবার প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বাইরে যেতে পারবে। আইন লঙ্ঘন করলে জেল জরিমানার বিধান রাখা হয়েছে। আইন অমান্য করায় এ পর্যন্ত ৩ জনকে কারাদণ্ড দেয়া হয়েছে। ইতোমধ্যে কয়েকটি জায়গায় সেনাবাহিনী খাবার বিতরণ শুরু করেছে।