ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ৩
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ মে) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার ইসলামপুর পুলিশ ফাঁড়ি সংলগ্ন আমতলি নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও তিনজন গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শী ও পলিশ গণমাধ্যমে জানায়, আমতলি এলাকায় সিলেট অভিমুখী একটি পণ্যবাহী ট্রাক দাঁড়ানো ছিল। এ সময় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিক থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের চালক মো. বিল্লাল সরকারসহ (৩৭) আরেকজন ঘটনাস্থলেই মারা যান। পরে প্রাইভেটকারের আহত চার যাত্রীকে উদ্ধার করে পাশ্ববর্তী হবিগঞ্জ জেলার মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে এক নারী মারা যান।

আহত তিনজনকে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হতাহতদের মধ্যে শুধু প্রাইভেটকারের চালক নিহত বিল্লাল সরকারের পরিচয় পাওয়া গেছে। তিনি কুমিল্লার দেবিদ্বার উপজেলার মো. মন্টু মিয়ার ছেলে।

বিজয়নগর উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমে জানান, ট্রাক প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে দুইজন ঘটনাস্থলে এবং এক নারী হাসপাতালে নেয়ার পথে মারা যান। বাকি তিনজন মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে এক শিশুও রয়েছে। চালক ছাড়া অন্যদের পরিচয় পাওয়া যায়নি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেঁয়াজের দামে শঙ্কায় কৃষক, ক্ষুব্ধ ক্রেতা
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি বন্ধ
তিনদিন সেন্টমার্টিনের হোটেল-মোটেল বন্ধ
চিটাগাং সিনিয়রস ক্লাবের নতুন প্রেসিডেন্ট বাবলু
স্থলবন্দর এলাকায় মর্টারশেল, ধ্বংস করলো সেনাবাহিনী
রংপুরের তারাগঞ্জ সভাস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
ময়মনসিংহে মালবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪
এক জালে ১৫৯ পোপা মাছ, দাম হাঁকছেন ২ কোটি
রেললাইনের ক্লিপ খুলে নিলো দুর্বৃত্তরা, অল্পের জন্য রক্ষা