প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার জনস্বার্থে এনবিআরের সঙ্গে আলোচনা করে করোনাভাইরাসের বৈশ্বিক মহামারি মোকাবিলায় ১৭টি পণ্য আমদানির ক্ষেত্রে আরোপিত সমুদয় আমদানি শুল্ক, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর (ভ্যাট), আগাম কর এবং অগ্রিম আয়কর হতে অব্যাহতি দেওয়া হলো। এই সুবিধা আগামী ৩০ জুন পর্যন্ত পাওয়া যাবে।
তবে যারা এসব পণ্য আমদানি করবে তাদের জন্য দুটি শর্ত আরোপ করেছে এনবিআর। শর্ত দুটি হলো— ১. ওষুধ প্রশাসন অধিদফতর অনুমোদিত পরিমাণ পণ্য আমদানির ক্ষেত্রে এই সুধিবা পাবে। ২. আমদানি করা পণ্য মানসম্মত কিনা, তা ওষুধ প্রশাসন অধিদফতর নিশ্চিত ও নিয়মিত মনিটরিং করবে।
কর ছাড় পাওয়া পণ্যের তালিকায় পিপিই (পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট), জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজারের কাঁচামাল, করোনাভাইরাস পরীক্ষার কিট ও রি–এজেন্ট, সার্জিক্যাল মাস্ক ইত্যাদি অন্যতম।