ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ১১৯ কোটি ২২ লাখ ৫৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৩ কোটি ৮৪ লাখ ৫১ হাজার টাকা।
দর বৃদ্ধি তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ৩৮ দশমিক ৯৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৩১ কোটি ৪ লাখ ৬৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৬ কোটি ২০ লাখ ৯৩ হাজার টাকা।
প্রাইম ব্যাংক এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ২২ দশমিক ৩৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২৫৫ কোটি ২ লাখ ৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫১ কোটি ৪০ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ, প্রভাতি ইন্স্যুরেন্স, এনসিসি ব্যাংক, সুহুদ ইন্ডাস্ট্রিজ, রিং শাইন টেক্সটাইল, প্রিমিয়ার লিজিং ও ওয়ান ব্যাংক লিমিটেড।