শনিবার (২২ মে) দেশটির স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। আরও জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ৬৯৫ জন। একই দিনে করোনা পরীক্ষা করা হয়েছে ২ লাখ ৬৯ হাজার ৭৪৪ জনের।
এ পর্যন্ত ইতালিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ছাড়িয়ে গেছে। দেশটিতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা এক লাখ ২৫ হাজার ২১৮। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ৪০ লাখ মানুষ।
ইতালিতে করোনা পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে। দিন দিন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অনেক কমছে। আগের তুলনায় মানুষের চলাফেরা অনেকটাই স্বাভাবিক।
জানা গেছে, জুন মাস থেকে চলাফেরায় বিধিনিষেধ আরও শিথিল করা হবে। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে পর্যটকরা ইতালি ভ্রমণ করতে পারবেন। এ নিয়ে আলোচনা করছে বর্তমান সরকার।