২০২৩ সালের অক্টোবর পর্যন্ত এই স্বত্ত্ব কিনেছে আলেশা হোল্ডিংস লিমিটেড, ওয়ালটন ও ইমপ্রেস-মাত্রা। এই সময়ের জন্য বিসিবিকে তারা দিবে ৩২ কোটি ৫৫ লাখ টাকা। রোববার থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ থেকেই কার্যকর হবে এই স্পন্সরশিপ স্বত্ত্ব।
এই সিরিজের নাম হবে ‘বঙ্গবন্ধু ওডিআই সিরিজ ২০২১, বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা- প্রেজেন্টেট বাই আলেশা মার্ট, পাওয়ার্ড বাই ওয়ালটন।’ ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত প্রধান টাইটেল স্পন্সর হিসেবে থাকবে আলেশা হোল্ডিংস লিমিটেডের কোনো পণ্য এবং সহযোগী হিসেবে থাকবে ওয়ালটনের কোনো পণ্য।
এই সময়ে বাংলাদেশের ৯টি হোম সিরিজের সূচি রয়েছে। যেখানে ৭টি টেস্ট, ১৮টি ওয়ানডে ও ১৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা আছে টাইগারদের।