ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, কোম্পানিটির পাওয়ার পারসেচ এগ্রিমেন্ট (পিপিএ) অধীনে কেপিসি ইউনিট-২ ১১৫ মেগাওয়াট প্লান্টের মেয়াদ আগামী ৩১ মে শেষ হবে। আর কেপিসি ৪০ মেগাওয়াট নোয়াপারা প্লান্টের মেয়াদ আগামী ২৮ মে শেষ হবে।
বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড কেপিসিএলকে পাওয়ার প্লান্ট দুইটির উৎপাদন আগামী ১ জুন এবং ২৯ মে বন্ধ করে দেওয়ার জন্য চিঠি দিয়েছে।
পিপিএ’র অধীনে পাওয়ার প্লান্ট দুইটির মেয়াদ নবায়ানের কাজ চলছে বলে কোম্পানিটি জানিয়েছে।