শুক্রবার দিল্লিতে কেনিয়ার হাইকমিশনারের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, ভারতে করোনা পরিস্থিতির মোকাবিলায় রেড ক্রস সোসাইটিকে ১২ টন খাদ্যসামগ্রী পাঠিয়েছে কেনিয়া।
পূর্ব আফ্রিকার ছোটোখাটো দেশ কেনিয়া নিজেরাই খাদ্য সংকটে জর্জরিত। কিন্তু ভারতের এই কঠিন সময়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে দু’বার ভাবেনি তারা। নিজেদের সাধ্যমত সাহায্য পাঠিয়েছে। কেনিয়ার এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে আন্তর্জাতিক মহলেও।
গত শুক্রবার ভারতে নিযুক্ত কেনিয়ার হাইকমিশনার জানিয়েছেন, ‘করোনা পরিস্থিতি মোকাবিলায় ভারতকে সাহায্য করতে চায় কেনিয়া। পাশে থাকার বার্তা দিতে দেশ থেকে এই খাদ্যসামগ্রী পাঠানো হয়েছে।’
জানা গেছে, কেনিয়া থেকে মুম্বাইতে পৌঁছেছে মূলত বাদাম চা আর কফি। করোনা আবহে ভারতের যে রাজ্যগুলো সবচেয়ে বেশি বিপর্যস্ত মহারাষ্ট্র রয়েছে শীর্ষে। এই রাজ্যে বিতরণের লক্ষ্যেই খাদ্যসামগ্রী পাঠিয়েছে কেনিয়া। এর সবকিছুই তাদের নিজেদের দেশে উৎপাদিত।