প্রেসিডেন্টের টুইট মুছে দেওয়ার পর নাইজেরিয়ায় বন্ধ টুইটার

প্রেসিডেন্টের টুইট মুছে দেওয়ার পর নাইজেরিয়ায় বন্ধ টুইটার
অনির্দিষ্টকালের জন্য জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার বন্ধের ঘোষণা দিয়েছে নাইজেরিয়া। দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারির একটি টুইট মুছে দেওয়ার পর শুক্রবার (৪ জুন) এই সিদ্ধান্তের কথা জানায় নাইজেরীয় কর্তৃপক্ষ।

আফ্রিকার এই দেশটির দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যমের এই প্লাটফর্মটি নাইজেরিয়ার অস্তিত্বকে অবমূল্যায়ন করেছে।

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, নীতিমালা ভঙ্গের অভিযোগে দিন দু’য়েক আগে নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারির অফিশিয়াল অ্যাকাউন্টের একটি টুইট মুছে দেয় টুইটার কর্তৃপক্ষ। এরপরই জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যমটির ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে দেশটি।

শুক্রবার এক বিবৃতিতে নাইজেরিয়ার তথ্য মন্ত্রণালয় জানায়, দেশের কেন্দ্রীয় সরকার অনির্দিষ্টকালের জন্য টুইটার বন্ধ ঘোষণা করেছে। তবে এএফপি জানিয়েছে, এই বিবৃতি দেওয়ার কিছুক্ষণ পরও নাইজেরিয়ায় টুইটার ব্যবহার করা যাচ্ছিল।

বন্ধ ঘোষণার পরও টুইটার কিভাবে ব্যবহার করা যাচ্ছে, এ বিষয়ে নাইজেরিয়ার তথ্য মন্ত্রণালয়ের স্পেশাল অ্যাসিস্ট্যান্ট সেগুন আদেয়েমি এএফপি’কে বলেন, ‘প্রযুক্তিগত দিক নিয়ে আমি কোনো উত্তর দিতে পারবো না। ...টুইটারের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।’

সূত্র: এএফপি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না