অস্বাভাবিক শেয়ার দর: বিএসইসি’র নজরদারিতে ফরচুন সুজ

অস্বাভাবিক শেয়ার দর: বিএসইসি’র নজরদারিতে ফরচুন সুজ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফরচুন সুজের শেয়ার দর কোন কারণ ছাড়াই অস্বাভাবিকভাবে বাড়ছে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নজরদারিতে এ বিষয়টি রয়েছে বলে অর্থসংবাদকে জানিয়েছেন কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম।

তিনি বলেন, আমাদের নজরদারিতে আছে বিষয়টি। গতকাল থেকেই আমরা সার্ভেইলেন্স টিম মনিটরিং করছি।

এদিকে গত চার কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ২১ টাকা ৬০ পয়সা থেকে টানা বেড়ে দাড়িয়েছে ৩১ টাকা ৪০ পয়সা। অর্থাৎ এ সময়ে ৭ টাকা বৃদ্ধি পেয়েছে আলোচিত কোম্পানিটির শেয়ার দর। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে ফরচুন সুজের কোম্পানি সেক্রেটারি রিয়াজ উদ্দিন ভুঁইয়া অর্থসংবাদকে বলেন, আমাদের কাছে কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই। শেয়ার দর বৃদ্ধিরও কোন কারণ নেই। এরকম কোন তথ্য থাকলে আমরা ডিএসই ও সংশ্লিষ্ট জায়গায় জানিয়ে দিতাম।

পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ অর্থসংবাদকে বলেন, এ কোম্পানিটির ডিভিডেন্ড ইতিহাস খুব ভালো না, তারপর এটা মৌলভিত্তিসম্পন্ন কোন শেয়ার না। তারপরও টানা শেয়ারের দাম বাড়াচ্ছে একটি চক্র। পরিস্কার কথা এটা নিয়ে গেম্বলিং চলছে।

জানা গেছে, টানা ৪ দিন প্রায় ৪০ শতাংশ আলোচিত কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধির পিছনে একটি চক্র সক্রিয় রয়েছে। এর আগেও এই চক্রটি কারসাজি করে এ কোম্পানির শেয়ার দর ৪০ টাকায় লেনদেন করে। সেখান থেকে শেয়ার দর নেমে আসে ১৫ টাকায়। এতে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতির সম্মুখীন হয়। আবারও একইভাবে বিভিন্ন গুজব ছড়িয়ে শেয়ার দর বাড়াচ্ছে কারসাজি চক্রটি।

এদিকে সর্বশেষ কোম্পানিটি শেয়ার হোল্ডারদেরকে যে লভ্যাংশ দিয়েছে তা এর আগের বছরের তুলনায় অর্ধেক ছিল। অর্থাৎ সর্বশেষ বছরে কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিলো। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। অপরদিকে ২০১৯ অর্থবছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছিলো। এর মধ্যে ১৮ শতাংশ বোনাস ও ২ শতাংশ নগদ লভ্যাংশ।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে গত ১ জুন ফরচুন সুজের শেয়ার দর ছিল ২১ টাকা ৬০ পয়সা। রোববার (৬ জুন) কোম্পানিটির শেয়ার দর ২৮ টাকা ৬০ পয়সায় উন্নীত হয়।

এদিকে সোমবার (৭ জুন) কোম্পানিটির শেয়ার ও ইউনিট বিক্রি করার মতো কোনো বিনিয়োগকারী নেই। আজ লেনদেন চলাকালীন সময় কোম্পানিটির শেয়ার বিক্রেতা শূন্য হয়ে পড়েছে।

জানা গেছে, রোববার ফরচুন সুজের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৮ টাকা ৬০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৩১ টাকা ৪০ পয়সায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩১ টাকা ৪০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে।

এর আগে বৃহস্পতিবার (৩ জুন) ফরচুন সুজের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৬ টাকায়। গতকাল রোববার সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৮ টাকা ৬০ পয়সা। অর্থাৎ এদিন কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছিলো।

এদিকে ফরচুন সুজ লিমিটেডের উদ্যোক্তা পরিচালকদের নিকট রয়েছে ৩০ দশমিক ৯৩ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১১ দশমিক ১৭ শতাংশ এবং সাধারন বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৫৭ দশমিক ৩০ শতাংশ শেয়ার।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত