সোমবার ডিএসইতে দুই হাজার ৮৩ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৫৮৬ কোটি ১০ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল দুই হাজার ৬৬৯ কোটি ৩৮ লাখ টাকার।
এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৯৭৫ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ২৭ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচকও ৯ পয়েন্ট কমেছে।
সোমবার ডিএসইতে মোট ৩৬৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৮টির, দর কমেছে ২৪২টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১৯১ পয়েন্ট। সূচকটি ১৭ হাজার ৩১৫ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৯০ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার।
সিএসইতে মোট ৩০০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৬টির, দর কমেছে ১৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।