গাজীপুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

গাজীপুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
গাজীপুরে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে।

সোমবার (০৭ জুন) দুপুরে সিটি কর্পোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের ফাওকাল পূর্বপাড়া এলাকায় এঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো-ফাউকাল এলাকার নূরুল ইসলামের ছেলে ফয়সাল (৫) ও তার মেয়ে সুমাইয়া (৮)।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ রাফিউল করিম জানান, দুপুর সোয়া ১ টার দিকে ওই এলাকার চৌধুরীর পুকুরপাড়ে চারজন শিশু খেলা করছিল। এক পর্যায়ে ফয়সাল, সুমাইয়া ও তোয়া পুকুরের পানিতে পড়ে ডুবে যায়।

এ সময় তাদের সঙ্গে থাকা অপর শিশু মাইশা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে। এদের মধ্যে ফয়সাল ও তার বোন সুমাইয়া ঘটনাস্থলে মারা যান বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, তাদের বাবা রাজমিস্ত্রির কাজ করেন ও মা একটি পোশাক কারখানায় চাকরি করেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট