বিমান পরিষেবা চুক্তি করলো বাংলাদেশ ও অস্ট্রিয়া

বিমান পরিষেবা চুক্তি করলো বাংলাদেশ ও অস্ট্রিয়া
বিমান পরিষেবা চুক্তি স্বাক্ষর করেছে ঢাকা ও ভিয়েনা।

সোমবার (৭ জুন) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এ চু‌ক্তি স্বাক্ষর হয়।

অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত এবং অস্ট্রিয়ান ইউরোপীয় ও আন্তর্জাতিক বিষয়ক রাষ্ট্রদূত আন্দ্রেয়াস রিয়েকেন নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে সই করেন।

অস্ট্রিয়ার বাংলা‌দেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যকার এ চুক্তি কেবল দুটি দেশের বিমান চালনাকে উৎসাহিত করবে তা নয়, বরং দুই দেশের ব্যবসায়ী ও জনগণের মধ্যে যোগাযোগ এবং বন্ধুত্বের ক্ষেত্র তৈরি করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই চুক্তি ভিয়েনাকে স্ক্যান্ডিনেভিয়া ও উত্তর ইউরোপীয় দেশগুলির সঙ্গে বাংলাদেশের যোগাযোগ ও পণ্য পরিবহনের ক্ষেত্রে আঞ্চলিক কেন্দ্রে রূপান্তরিত করবে।

দূতাবাস জানায়, উভয় দেশই প্রত্যাশা করে যে, এই চুক্তি অদূর ভবিষ্যতে ঢাকা ও ভিয়েনার মধ্যে সরাসরি যাত্রী ও কার্গো ফ্লাইট চালুর প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে এবং দুই দেশের মধ্যে ব্যবসায়ের সুযোগগুলি প্রসারিত করবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

জাতীয় দলে আর খেলবেন না তামিম
অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের দল ঘোষণা
ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়লো বাংলাদেশ
কম খরচেই ঘুরে আসুন বিশ্বের ৫ দেশে
২০৩৪ ফুটবল বিশ্বকাপ হবে সৌদি আরবে
অনূর্ধ্ব-১৯ শিরোপা জয়ীদের প্রধান উপদেষ্টার অভিনন্দন
বাংলাদেশ ফুটবল দলের পেজ হ্যাক
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫
আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার পান্ত
আইপিএল নিলামের আগে নিষিদ্ধ হলেন দুই ক্রিকেটার