নির্ধারিত সময়ে দুই ওভার বল কম করায় ইংল্যান্ড দলের সবাইকে ম্যাচ ফি'র ৪০ শতাংশ জরিমানা করেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড। আইসিসির আচরণবিধি অনুযায়ী, প্রতি ওভারের ঘাটতির জন্য সংশ্লিষ্ট দলের ক্রিকেটারদের ২০ শতাংশ হারে ম্যাচ ফি জরিমানা করা হয়।
ইংলিশ অধিনায়ক রুট দায় স্বীকার করে শাস্তি মেনে নেন। ফলে এর জন্য আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
বৃহস্পতিবার (১০ জুন) এজবাস্টনে শুরু হবে দুই দলের দ্বিতীয় ও শেষ টেস্ট।